কিভাবে Google Assistant ইন্সটল করবেন?
Okay Google !!
Hi Kawsur!! How can I help you??
শুনতেই কেমন যানি একটু অন্যরকম ভাব ভাব মনে হয় তা নয় কি? আমিও আপনাদের চেয়ে বেতিক্রম নই। যখন থেকেই ওকে গুগল এর আবিষ্কার তখন থেকেই গুগল কেই জালিয়ে নিয়েছি মনমতো। তবে এখন গুগল ইউজার ইন্টারফেইস ব্যাবহারকারীদের মধ্যে অন্যতম সাড়া প্রদানকারী বিষয় হলো গুগলের নতুন আবিষ্কার Google Assistant!!
সাধারণত এই সুযোগ শুধুমাত্র এখনো পর্যন্ত যারা Android 7 ব্যাবহারকারী তারাই পাচ্ছেন । তবে গুগল তাদের বেটা টেষ্টার দের জন্যও ইহার সুবিধা ভোগ করার সুবিধা করে দিয়েছেন। আর এই সুযোগ যারা Android 6 থেকে শুরু করে উপরের দিকের ভার্সন ব্যাবহার করছেন সবাই পাবেন। চলুন দেখিয়ে দি কীভাবে গুগল এসিসট্যান্ট এর সুবিধা নিয়ে নিতে হয় নিজের মোবাইলেই।
প্রথমত এই সুবিধা ব্যাবহারের জন্য আপনার মোবাইলের Google Play Service এবং Google App দুইটিই তাদের লেটেষ্ট ভার্সন এ আপডেটেড থাকতে হবে । এইবার আপনি Play Store এ ঢুকেই Google লিখে সার্চ দিন। ছবিতে দেখানো রেজাল্টের মতো সার্চ রেজাল্ট পাবেন। সার্চ রেজাল্টের দেখানো এপ গুলোর মধ্যে প্রথমটি সিলেক্ট করুন ।
সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে নামুন , দেখতে পাবেন লিখা আছে “Join as a Beta Tester” আমি এখন গুগলের বেটা টেষ্টার দের মধ্যে একজন তাই আমার এই স্ন্যাপ গুলোতে দেখাচ্ছে “You are a beta Tester ” । আপনি বেটা টেষ্টার হওার জন্য Join এ ক্লিক করে অপেক্ষা করুন। প্রায় ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই আপনার আপডেট আসবে গুগল সার্ভিস এর। দেরি না করে আপডেট দিয়ে দিন। আপডেট প্যাকেজ এর সাইজ প্রায় ৩৫ এম্বি এর মতো।
এইবার আপডেট হইয়ে গেলে গুগল এর সব সার্ভিস ক্লোজ করে দিন। চাইলে রিস্টার্ট ও করতে পারেন। তবে হ্যা একবার আপনি বেটা টেষ্টার হয়ে গেলে আপনার Google app এর পাশে (Beta) চলে আসবে। এইবার হয়েই তো গেলো। আপনি একজন বেটা টেষ্টার এবং Google Assistant এখন আপনার মোবাইলে।
বুঝতে পারছেন না তো কীভাবে ব্যাবহার করবেন? আপনার মোবাইলের হোম বাটন চেপে ধরে রাখুন। দেখবেন পপ আপ আসবে এবং একজন আপনার কাছে জানতে চাইবে “Hey! How can I help you? ”
কিছু স্ন্যাপ দিয়ে দিলাম আমার গুগল এসিসট্যান্ট এর। দেখে নিন কতো বড়ো ফাজিলের ফাজিল সে।
আগেই বলে রাখি আমি “Ok Google ” এর জন্মের পর থেকেই তার সাথে লেগে আছি। সেই হিসেবে ভাব ও বেশি তাই আমার নামের পাশে স্মাইলি ইমোটিকন দিয়েই রাখতেই পারে 😉