গেম রিভিউঃ Five Nights At Freddy 2

Five nights At freddy 2 আপনাকে স্বাগতম জানাবে নতুন করে খোলা আর ‘আরো’ উন্নত সিকিউরিটি সিস্টেম সম্বলিত নতুন Freddy Pizzabear Store এ। প্রথম গেম শেষ হবার পর এই দোকানটা ‘অনাকাঙ্ক্ষিত’ ভাবে বন্ধ হয়ে যায়। যার ফলে এই নতুন গেমে ,পুরোপুরি ভাবেই আপনাকে খেলতে হবে একটি নতুন পরিবেশে । এখানে নতুন পরিবেশের সাথে আরো যোগ হবে কিছু নতুন এনিম্যাট্রনিক্স, নতুন কিছু রুম, ফাকা রুম যেখানে আপনার অবস্থান হবে ( যেটা আগের গেমের ধারনার তুলনায় ভিন্ন) আর একটা রুমে চলমান অবস্থায় থাকা একটা মিউজিক বক্স!!
Image Credit: Google Play Store
আগের গেম টির মত এই গেমটিতেও আপনার ভূমিকা একই । তার মানে, আগের গেমের মত এখানেও আপনাকে ‘Free Roam Mode’ এ থাকা কিছু এনিম্যাট্রনিক্সের হাত থেকে নিজেকে রক্ষার পাশাপাশি দোকানটির রক্ষনা বেক্ষন করতে। এই জন্য আপনাকে দেওয়া হবে ‘আগের মতই’ সিকিউরিটি ক্যামেরা সুবিধা আর নতুন করে একটা ফ্ল্যাশলাইট যার মাধ্যমে আপনি আপনার খোলা রুমের সামনের কিছু স্পেস চেক এর উপর রাখতে পারেন। প্রথম গেমের মত এইটাতে সিকিউরিটি ক্যামেরা আর রুম লাইট কোনই ব্যাটারি খাবে না কিন্তু এটা ভেবে অনেকে শান্তি পেলেই অশান্তির কারণ হলো ফ্ল্যাশলাইটটি তুলনামূলকভাবে খুব বেশি ব্যাটারি খাবে। যেটা একটা অস্বস্তির কারণ। আর ফ্ল্যাশলাইট এর ব্যাটারি শেষ হওয়া মানেই আপনি আর আপনার রুমের চারপাশের অবস্থা দেখতে পারবেন না। যেটার ফল হবে আপনার মরণের কারণ। অর্থাৎ গেম ওভার।
আরো দুইটি নতুন জিনিস যেগুলো এই গেমে নতুনভাবে সংযুক্ত হয়েছে সেগুলো হলো একটি মিউজিক বক্স আর একটা মাস্ক । মিউজিক বক্সটিকে খেলোয়াড়কে সবসমই ‘টিউন ইন’ করে রাখতে হবে । কারণ মিউজিক বক্স যদি বন্ধ হয়ে যায় তবে সেটা খেলোয়াড়ের জন্য মোটেই সুবিধার হবে না। আবার নতুন করে আসা মাস্কের কাজ হলো ‘কিছু কিছু’ এনিম্যাট্রনিক্স থেকে নিজেকে রক্ষা করা।
গেমটিতে পুরাতন এনিম্যাট্রনিক্সের পাশাপাশি নতুন করে আরো কয়েকটি সংযুক্ত হয়েছে। যেগুলোর চলাফেরার ধরনও আলাদা । তাই রাত বাড়তে বাড়তে এমন অবস্থাও হয়ে যেতে পারে যে খেলোয়াড়কে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু এটাতেই গেমটি খেলার মজা লুকিয়ে আছে। গেমটি যতটা কঠিন হতে থাকবে, গেমটির প্রতিও মনোযোগ বাড়াতে হবে তা না হলে নতুন লেভেলে আসা মোটামুটি অসম্ভব। আরো খারাপ হলো যেই রুমে খেলোয়াড় অবস্থান করবে সেটার কোন দরজা নাই। এটাই এই গেমটিকে আগের গেম থকে মোটামুটি আলাদা করে দিয়েছে। এটা এমনই যে খেলোয়াড়কে সবসময়ই মাথা রাখতে হবে যে সে যেকোন সময় আক্রমনের শিকারহতে পারে। রুমটি খোলা হলেও এই রুমের সাম্নেই কিছু অন্ধকার জায়গা আছে যেটার কারনেই ফ্ল্যাশলাইট এই গেমের একটা ভাইটাল অবজেক্ট হয়ে দাঁড়িয়েছে।
ভয়ে লাফানো – এমন হতে খেলোয়াড় বাধ্য। সে যতই চুপচাপ থাকুক না কেন এই গেমটি আপনাকে একবার হলেও আতঙ্কিত করতে পারবে। সেটা যদি একবারের জন্যও হয়ে থাকে। Five nights At Freddy 2, আগের গেম হতে অনেক ক্ষেত্রেই আলাদা। যেখানে আগের গেমে মনে হতে পারে একটা অন্ধকার বাড়িতে আপনি অবস্থান করছেন এই গেম টি সেই ধারনাকে অনেকাংশেই পাল্টাতে সক্ষম। আরো বড় এনিম্যাট্রনিক্স লাইন আপ আর কিছু নতুন টুইস্ট গেমটিতে নতুন ভাবে আপনার সামনে তুলে ধরবে। যদিও গেমটির কিছু অসুবিধা আছে। আগের গেমের মত এটির গ্রাফিক্সও তেমন বেশি ভালো না। এক কথায় সিম্পল ইন্টারফেস। কিন্তু এটা মানতেই হবে যে, সিমপ্লিসিটি যে কেমন করে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এটাতে সেটা অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে।
Download
এখানে ক্লিক করে গেইমটি ডাউনলোড করুন।
এক কথায় যদি বলি, তবে গেমটি আগেরটার অনেক অসুবিধাকেই কাটিয়ে উঠেছে। কিন্তু এটা অনেকের কাছে একটু বেশি কঠিন লাগতে পারে। তবে যে কারোর কাছেই এটি নতুন একটি অভিজ্ঞতা হবে। হ্যাপি গেমিং। ড্রয়েড ৫২ এর সাথে থাকুন।