Greenify: আপনার ফোনের সর্বোচ্চ পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করুন!

আমরা যারা এন্ড্রয়েড ব্যবহার করি তারা সবাই জানি যে এন্ড্রয়েড এ ব্যাকগ্রাউন্ড এ বেশ কিছু প্রসেস চলতে থাকে যা অতিরিক্ত RAM দখল করে। ফলে পারফরম্যান্স কমে যায়। সাথে ব্যাটারি ব্যাকাপও কমে যায়। Greenify App টি এই সমস্যা পুরোটা ঠিক না করতে পারলেও অনেকাংশই কমিয়ে দিবে। এই এপটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড এ চলা এপ গুলা Freeze করে দেয়। ফলে ফোন এর পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ দুটোই বাড়বে। এপটি রুটেড ও নট রুটেট দুই ধরনের ফোনেই চালানো যায়।
ফিচারসমুহঃ
এপ টি ৩ টি মোড এ কাজ করে
(i) Non Root mode: যাদের ফোন রুট করা না তাদের জন্য। এই মোডে আপনি এ এপ টি দিয়ে আপনার ফোনের অপ্রয়জনীয় ব্যাকগ্রাউন্ড এপ গুলো থামাতে পারবেন।
(i) Root mode: এর জন্য আপনার ফোন কে অবশ্যই রুটেট হতে হবে। এই মোডে আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস এর সাথে ফোনের সিস্টেম এপ প্রসেসও থামাতে পারবেন।
(iii) Boost mode: এর জন্য আপনার ফোনে রুটের সাথে Xposed Framework ও থাকা লাগবে। এই মোডে
ব্যাকগ্রাউন্ড আর সিস্টেম প্রসেস ফ্রিজ এর সাথে আরো কিছু আরো কিছু এন্ডভান্স ফিচার চালাতে পারবেন যা আপনার ফোনকে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে সাহায্য করবে।
ডাউনলোডঃ
|| Play Store ছাড়া যেভাবে ডাউনলোড করবেন
যেভাবে চালু করবেনঃ
১.প্রথমে এপ টি ডাউনলোড করে ইনস্টল দিয়ে ওপেন করুন।
২. তারপর এড অপশন এ গিয়ে আপনি যেসব এপ ব্যাকগ্রাউন্ড এ ফ্রিজ করতে চান সেগুলো সিলেক্ট করে ওকে করে দিন।
৩.যদি ফোন রুট করা না তারা auto hibernation চালু করার জন্য ফোনের Setting>>Security>Device Adminstrators এ ঢুকে greenify automator কে চালু করে দিন।
এরপর setting>>Accessibility তে ঢুকে greenify কে চালু করে দিন।
তারপর greenify এপ এর experimental features এ ঢুকে Automated hibernation চালু করে দিন।
৪. যদি ফোন রুট করা তারা experimental features এর ভিতর working mode এ ঢুকে root mode অথবা boost mode (যদি ফোনে Xposed ইন্সটল করা থাকে) সিলেক্ট করুন। সুপার ইউজার পার্মিশন চাইলে yes দিন। তাহলে greenify system app সহ আরো অনেক ফিচার চালু করতে পারবেন।
৫. ফোনে যদি কোন task killer/battery saver থাকে তবে তার whitelist এ greenify কে এড করুন।
এরপর দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে গেছে। ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আরো কিছু পোস্ট ফলো করতে পারেনঃ
- Battery Calibration কি? কখন করবেন? কিভাবে করবেন?
- SetCPU: আন্ডারক্লকিং এর মাধ্যমে বাড়িয়ে নিন ব্যাটারি ব্যাকআপ
কোন সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপ Droid52 বা APPS™ এ যোগাযোগ করুন। 🙂